শিক্ষার্থীদের নিয়মাবলী
শিক্ষার্থীদের অবশ্যই যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নিজের রুম সিট, জামা - কাপড় গুছিয়ে এবং পরিচ্ছন্ন রাখতে হবে। অনুমতি ছাড়া একে অপরের জিনিসপত্র ব্যবহার করা যাবে না। মাদরাসার কোন সম্পদ অপচয় বা নষ্ট করা যাবে না। কোন শিক্ষার্থীর কাছে টাকা - পয়সা বা মোবাইল ফোন রাখা যাবে না। মাদরাসার সকল উস্তাদদের প্রতি আদব রক্ষা করে চলবে এবং উস্তাদগণের যৌক্তিক যে কোন শাসনকে নিজের জন্য কল্যাণকর মনে করবে এবং সন্তষ্টচিত্তে মেনে নিবে। কোন ছাত্রের নৈতিক চরিত্রের অবনতির জন্য তাকে বহিষ্কার বা যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে।
আমরা জেনারেল ও দ্বীনি শিক্ষার অপূর্ব সমন্বয়ের মাধ্যমে এমন একদল যুগ সচেতন যোগ্য মানুষ তৈরি করতে চাই, যারা দেশ, ধর্ম ও মুসলিম উম্মাহর সমকালীন যাবতীয় চাহিদা ও দাবী মেটাতে অগ্রণী ভূমিকা পালন করবে। লক্ষ্য আমাদের বহুদূর পথচলা কন্টকাকীর্ণ হলেও অজেয় নয়। আমরা বিশ্বাস করি সকলের সার্বিক সহযোগীতা থাকলে ইনশাহ্আল্লাহ আমরা আমাদের মনজিলে মাক্বসুদ পর্যন্ত পৌছাতে সক্ষম হবো। সকল ক্ষেত্রে আমরা আরশের মালিকের প্রতি সমর্পিত।