উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের যামিন হব।
🌻উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের যামিন হব। 

🔸(১) তোমরা যখন কথাবার্তা বল, তখন সত্য বলবে। 

🔹(২) যখন ওয়াদা কর, তা পূর্ণ করবে। 

🔸(৩) যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, তা আদায় করবে। 

🔹(৪) নিজেদের লজ্জাস্থানকে হেফাযত করবে। 

🔸(৫) স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে এবং 

🔹(৬) স্বীয় হস্তকে (অন্যায় কাজ হতে) বিরত রাখবে’ 

📒 (আহমাদ, বায়হাক্বী, মিশকাত হা/৪৮৭০; বাংলা মিশকাত হা/৪৬৫৬, সনদ হাসান)।
উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ
SOAEB ABDULLAH
14 December, 2021
Share this post
Archive
Sign in to leave a comment


খানা খাওয়ার সুন্নাত সমূহ
খানা খাওয়ার সুন্নাত সমূহ